মোবাইল ফোন কেনার আগে যে বিষয় গুলো জানা দরকার?
বর্তমানে স্মার্টফোন মানুষের হাতে হাতে ছড়িয়ে পড়েছে। স্মার্টফোনের ব্যবহার দিন দিন বাড়তেই চলেছে। স্মার্টফোন প্রয়োজন তো বটেই সেই সঙ্গে ফ্যাশও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে মানুষ ফোন ব্যবহারের পাশাপাশি স্মার্টফোনের সুন্দর্যটাও দেখে ফোন কিনে থাকে।
চলুন যেনে নি স্মার্টফোন কিনার আগে সে সকল বিষয়গুলো জানা প্রয়োজন-
আপনার স্মার্টফোনটি কতটা স্মার্ট তা নির্ভর করে ফোনের প্রসেসরের উপর। তাই ফোন কেনার আগে প্রসেসর এর উপর লক্ষ্য রাখা প্রয়োজন। বর্তমানের সর্বাধনিক প্রসেসর বলতে বাজারে আছে স্ন্যাপড্রাগন প্রসেসর। সোথে ৮০৫ চিপসেটটিও খুব ভালো মানের। তাই এটিকেও আপনি আপনার প্রসেসর হিসেবে গ্রহণ করতে পারেন। প্রসেসর মূলত আপনার স্মর্টফোনটি কতটা দ্রুত কাজ করতে সক্ষম হবে সেটা নির্ভর করে প্রসেসরও র্যামের উপর।
র্বতমানের স্মার্টফোনের জনপ্রিয় একটা দিক হচ্ছে ক্যামেরা। ক্যামেরা না ভালো হলেই মনে হয় ফোনটা ভালো নয়। সত্যি তাই ফোন কিনার আগে ক্যামেরার কোয়ালিটি অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন। ক্যামেরর প্রধান কাজ হচ্ছে ছবি তুলা। মূলত একটি স্মার্টফোনে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ক্যামেরা। ক্যামেরা মেইন যে বিষয়টি হচ্ছে সেটা হলো মেগাপিক্সেল। যে ক্যামেরায় মেগাপিক্সেল যতো বেশি সেই ফোনের ক্যামেরা ততো বেশি ভালো। তবে বাজারে বর্তমানে বেশির ভাগ ফোনের ৪৮ মেগাপিক্সেল এর ক্যামেরা লক্ষ করা যায়। আরেকটি বিষয় হলো পিছনের ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাও দেখা লাগবে। সব মিলে ক্যামেরা যদি ভালো মানের হয় তবে ফোন নেওয়া যাবে।
ব্যাটারির কোয়ালিটি নির্ধারিত হয় মোবাইল ফোনটি কেমন তার ওপর ভিত্তি করে। তবে বড় মাপের স্ক্রিণের মোইবাইল ব্যাটারির বেশি চার্জ পুরে। তাই শক্তিশালি ব্যাটারির প্রয়োজন হবে মোবাইল ফোনটি অনেক সময় ব্যবহার করার জন্য। বর্তমানে বাজারে ৫০০০ এমএইচ এর ব্যাটারি পাওয়া যাচ্ছে। ৫০০০ এমএইচ এর নিচে হলে চার্জ তুলনামূলক কম যাবে। তাই যতটা সম্ভব ৫০০০ এমএইচ এর ব্যাটারি দেখে ফোন কেনা উচিত।
অপারেটিং সিস্টেম
অপারেটিং সিস্টেম বলতে বাজারে এখন অ্যান্ড্রয়েড, অ্যাপেল, উইন্ডোজ এসব চলছে। তবে বেশি জনপ্রিয়তায় আছে অ্যান্ড্রোয়েড। স্মার্টফোন কেনার সময় অবশ্যই অপারেটিং সিস্টেম এর উপর নজর রেখে কিনা দরকার।
স্মার্টফোন কেনার আগে ফোনের ডিসপ্লে অবশ্যই দেখা লাগবে। কারণ ফোন মূল আকর্ষণ হলো ডিসপ্লে। ফোনের বর্তমানে বাজারে আইপিএস এবং এমুলেট ডিসপ্লে পাওয়া যাচ্ছে। তবে আইপিএস এর চেয়ে এমুলেট ডিসপ্লেতে বেশি সুবিধা রয়েছে। এটি লম্বা সময় ধরে ব্যবহার করলেও চোখের ক্ষতি কম হয়। দেখতে অনেকটা অন্য ডিসপ্লের থেকে ভালো।
বর্তমানে ফোন কিনার আগে ফোনের রাম রোম সর্ম্পকে ধারণা থাকা প্রয়োজন কারণ ফোনের রাম যদি কম হয় তাহলে আপনার ফোন অনেক সময় কাজ কম করবে। অর্থাৎ ফোনকে দ্রুত কাজ করার জন্য রাম বেশি থাকা প্রয়োজন। অপরদিকে রোমের কথা চিন্তা করলে বলা যায় আপনার ফোনের ষ্টোরেজ এর কথা। কারণ আপনার ফোনে কতগুলো ফাইল রাখতে পারবেন সেটার উপর ভিত্তি করে ষ্টোরেজ দেখে ফোন কিনা লাগবে। তবে বর্তমানে বাজারে সব থেকে বেশি চলছে ৬ জিবি রাম এবং ১২৮ জিবি রোমের ফোন। এই সাইজের রাম রোম নিলে আপনি ভালো একটা সার্ভিস পাবেন। তবে আরো বেশি ভালো সার্ভিস নিলে অবশ্যই আপনাকে এর থেকে বেশি রাম রোম দেখে ফোন কিনতে হবে।
দাম ও বাজেট
সর্বশেষ কথা হচ্ছে আপনি যে স্মার্টফোন কিনবেন তা আপনার বাজেট এর উপর নির্ভর। এখন আপনার বাজেট যদি হয় কম তবে আপনি কম দামের মধ্যে ফোনের কনফিগার দেখবেন। তবে একটা কথা না বললে নয়। বাজেট যত বেশি হবে ফোন ততো বেশি ভালো হবে। তবে বর্তমানের রাম এবং রোমের দিক বিবেচনা করলে ৬/১২৮ ফোন গুলো আপনি চয়েস করতে পারেন।