প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি - Department of Livestock Service Job Circular 2024

আজকের আলোচনার বিষয় প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি - Department of  Livestock Service  Job Circular 2024. এই অধিদপ্তরে নতুন একটা বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে সকল পদ সহ সর্বমোট ৬৩৮ জন। 

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি - Department of  Livestock Service  Job Circular 2024

যেখানে প্রায় ১৩ টা পদ সংখ্যা ৬৩৮ জন কে নিয়োগ দেওয়ার কথা হবলা হয়েছে। যারা আবেদন করতে চান নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কাজ সম্পর্ন করবেন। প্রাণিসম্পদ অধিদপ্তর  নিয়োগ বিজ্ঞপ্তি - Department of  Livestock Service  Job Circular 2024 চাকরি করতে ইচ্ছুক প্রার্থীগণ নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে সময় পার করে আবেদন করতে পারবেন না।


প্রাণিসম্পদ অধিদপ্তর প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি পদসমূহ-

১।  ক্যাশিয়ার (পদের সংখ্যা ৫৪)
২। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (পদের সংখ্যা ৪৬১)
৩। ল্যাবরেটরি টেকনিশিয়ান (পদের সংখ্যা ৩৯) 
৪। স্টোর কিপার (পদের সংখ্যা ৪)
৫। সহকারী স্টোর কিপার/সহকারী গুদাম রক্ষক (পদের সংখ্যা ৪)
৬। ড্রাইভার (পদের সংখ্যা ৪৯)
৭। ড্রাইভার ট্রাক্টর (পদের সংখ্যা ৫)
৮। মিল্ক ভ্যান ড্রাইভার (পদের সংখ্যা ২)
৯। ট্রাক ড্রাইভার (পদের সংখ্যা ৬)
১০। ড্রাইভার ট্রলি (পদের সংখ্যা ৫)
১১। ড্রাইভার লরি (পদের সংখ্যা ৫)
১২। পিকআপ ড্রাইভার (পদের সংখ্যা ২)
১৩। ড্রাইভার পাম্প/পাম্প চালক (পদের সংখ্যা ৪)

প্রাণিসম্পদ অধিদপ্তর প্রকল্প নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত

বিস্তারিত দেখার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর অফিসিয়াল ওয়েব সাইটি দেখুন https://dls.gov.bd/ অথবা অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন: http://job.dls.gov.bd/job/details/3.jsp

প্রাণিসম্পদ অধিদপ্তর আবেদনের নিয়ম

আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে করতে হবে। তবে আবেদন ফি বাবদ ২০০ টাকা বাংলাদেশ ব্যাংক অথবা সোনালি ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে প্রদান করতে হবে। গ্রহণকৃত ব্যাংকের ট্রেজারি চালনের কপি সংগ্রহ করে অনলইনে আবেদন করার সময় সামবিট করতে হবে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েব সাইটের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন https://dls.gov.bd ।

আবেদনের সময়

আবেদনের শুরু তারিখ ও সময়: ১৮/০৪/২০২৪ (সকাল ৯.০০ টা)
আবেদনের শেষ তারিখ ও সময়: ১৮/০৫/২০২৪ (রাত ১২.০০ টা)

লার্নি ফাইবিডির শেষ কথা

প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি - Department of Livestock Service Job Circular 2024 টি ছাড়াও আরও অনেক চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের সাথেই থাকুন। আমরা বাংলাদেশের সকল জব সার্কুলারের আপডেট দিয়ে থাকি।





 


Next Post Previous Post