SSC Result 2024- এসএসসি রেজাল্ট দেখার উপায় নিয়ম
আজকের আলোচনার বিষয় SSC Result 2024- এসএসসি রেজাল্ট দেখার উপায় নিয়ম। মে মাসের ১০ থেকে ১২ তারিখের মধ্যে যেকোনো একদিন SSC Result 2024 রেজাল্ট প্রকাশ হতে পারে। তবে বেশিরভাগ সম্ভাবনা ১২ মে রেজাল্ট প্রকাশ হতে পারে।
এসএসসি রেজাল্ট চেকরার সঠিক মাধ্যম সম্পর্কে আজ বিস্তারিত আলোচনা করবো। সম্পূর্ন বিষয়টি ভালোভাবে মন দিয়ে পড়লে আশাকরি SSC Result 2024- এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪ সম্পর্কে ভালো ধারণা পাবেন।
SSC Result 2024- এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪
চলতি মাসের ১২ তারিখ অর্থাৎ ১২ই মে ২০২৪ইং তারিখ রোজ রববিার SSC Result প্রকাশিত হবে। প্রধানমন্ত্রী সকাল ১০ টায় গণভবন হতে রেজাল্ট প্রকাশ করবে। পরে দুপুর ১২টা বা তার কিছু আগে থেকে সবাই রেজাল্ট দেখতে পারবে।
২০২৪ সালের এসএসসি রেজাল্ট কিভাবে দেখবো
SSC Result 2024- এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪ বলতে গেলে আপনি দুই ভাবে রেজাল দেখতে পাবেন। অনলাইন এবং অফলাইন এই দুই নিয়মে রেজাল্ট দেখতে পারবেন। অনলাইনে দেখলে আপনাকে ইন্টারনেট সংযোগ স্মার্টফোন অথবা কম্পিউটার, লাপ্টপ লাগবে।
অনলাইনে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
চলনুল আপনাদের কে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দি কিভাবে অনলাইনে এসএসসি রেজাল্ট দেখবেন।
- প্রথম ধাপ- আপনি রেজাল্ট দেখানোর সরকারি ওয়েবসাইটে প্রবেশ করুন: www.educationboardresults.gov.bd
- দ্বিতীয় ধাপ- Examination এর স্থানে SSC/Dakhil করে দেন।
- তৃতীয় ধাপ- Year এর স্থানে আপনি যে বছরে এসএসসি পাস করেছেন সেই বছর দেন অর্থাৎ 2024 সাল করে দেন।
- চতুর্থ ধাপ- Board এর স্থানে আপনি যে বোর্ডের আনডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড করে দেন।
- পঞ্চম ধাপ- Roll এর স্থানে আপনার এডমিট কার্ডে লেখা রোল নম্বর টাইপ করেন।
- ষষ্ঠ ধাপ- Reg: No এর স্থানে আপনার এডমিট কার্ডে লেখা রোজিস্ট্রেশন নম্বরটি টাইপ করেন।
- শেষ ধাপ- আপনাকে (7 + 6) বা এমন কিছু সংখ্যা দিবে আপনি সেটা যোগ করে কত হবে সেটা লেখে দিবেন।
সর্বশেষ কাজ হচ্ছে উপরের সবকটি ঘর পুরুণ করা হলে Submit এর স্থানে ক্লিক করে দেন। তাহলেই দেখবেন আপনার রেজেল্ট চলে এসেছে।
মোবাইল দিয়ে এসএসসি রেজাল্ট দেখার নিয়ম
অফলাইনে মোবাইলে েএসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে রেজাল জানতে হলে আপনকে বোর্ড সম্পর্কে ধারণা নিতে হবে। কারণ বোর্ডের প্রথম তিনটা লেটার লেখার মাধ্যমে রেজাল্ট জানা যায়।
এসএসসি রেজাল্ট ২০২৪ সালের সকল বোর্ড
- ঢাকা বোর্ড
- চট্টগ্রাম বোর্ড
- সিলেট বোর্ড
- ময়মনসিংহ বোর্ড
- যশোর বোর্ড
- বরিশাল বোর্ড
- রাজশাহী বোর্ড
- কুমিল্লা বোর্ড
- দিনাজপুর বোর্ড
- মাদ্রাসা বোর্ড
- কারিগরি বোর্ড
SMS এর মাধ্যমে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম- রোল নম্বর দিয়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম
ঢাকা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ এসএমএসে দেখার নিয়ম: এসএসসি (স্পেস) ডিএইচএ (স্পেস) রোল (স্পেস) পাসের সাল তারপর 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
উদাহরণ: SSC DHA 109340 2024 পাঠাতে হবে 16222 নম্বরে
বরিশাল বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ এসএমএসে দেখার নিয়ম: এসএসসি (স্পেস) বিএআর (স্পেস) রোল (স্পেস) পাসের সাল তারপর 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
উদাহরণ: SSC BAR 109340 2024 পাঠাতে হবে 16222 নম্বরে
চট্টগ্রাম বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ এসএমএসে দেখার নিয়ম: এসএসসি (স্পেস) সিএইচআই (স্পেস) রোল (স্পেস) পাসের সাল তারপর 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
উদাহরণ: SSC CHI 109340 2024 পাঠাতে হবে 16222 নম্বরে
কুমিল্লা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ এসএমএসে দেখার নিয়ম: এসএসসি (স্পেস) সিইউএম (স্পেস) রোল (স্পেস) পাসের সাল তারপর 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
উদাহরণ: SSC CUM 109340 2024 পাঠাতে হবে 16222 নম্বরে
দিনাজপুর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ এসএমএসে দেখার নিয়ম: এসএসসি (স্পেস) ডিআইএন (স্পেস) রোল (স্পেস) পাসের সাল তারপর 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
উদাহরণ: SSC DIN 109340 2024 পাঠাতে হবে 16222 নম্বরে
যশোর বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ এসএমএসে দেখার নিয়ম: এসএসসি (স্পেস) জেইএস (স্পেস) রোল (স্পেস) পাসের সাল তারপর 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
উদাহরণ: SSC JES 109340 2024 পাঠাতে হবে 16222 নম্বরে
ময়মনসিংহ বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ এসএমএসে দেখার নিয়ম: এসএসসি (স্পেস) এমওয়াইএম (স্পেস) রোল (স্পেস) পাসের সাল তারপর 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
উদাহরণ: SSC MYM 109340 2024 পাঠাতে হবে 16222 নম্বরে
রাজশাহী বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ এসএমএসে দেখার নিয়ম: এসএসসি (স্পেস) আরএজে (স্পেস) রোল (স্পেস) পাসের সাল তারপর 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
উদাহরণ: SSC RAJ 109340 2024 পাঠাতে হবে 16222 নম্বরে
সিলেট বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ এসএমএসে দেখার নিয়ম: এসএসসি (স্পেস) এসওয়াইএল (স্পেস) রোল (স্পেস) পাসের সাল তারপর 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
উদাহরণ: SSC SYL 109340 2024 পাঠাতে হবে 16222 নম্বরে
মাদ্রাসা বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ এসএমএসে দেখার নিয়ম: এসএসসি (স্পেস) এমএডি (স্পেস) রোল (স্পেস) পাসের সাল তারপর 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
উদাহরণ: SSC MAD 109340 2024 পাঠাতে হবে 16222 নম্বরে
কারিগরি বোর্ড এসএসসি রেজাল্ট ২০২৪ এসএমএসে দেখার নিয়ম: এসএসসি (স্পেস) টিইসি (স্পেস) রোল (স্পেস) পাসের সাল তারপর 16222 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
উদাহরণ: SSC TEC 109340 2024 পাঠাতে হবে 16222 নম্বরে
লেখকের শেষ কথা
আজকের বিষয় ছিলো SSC Result 2024- এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২৪। উপরোক্ত আলোচনার নিয়মাবলীর মাধ্যমে এসএসসি রেজাল চেক করার উপায় তুলে ধারা হয়েছে। আশা করি এতে আপনার খুব উপকৃত হবে। এরকম বিভিন্ন পরীক্ষার ফলাফল জানার নিয়ম জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।