ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড | NID Card Download

আজকের আলোচনার বিষয় ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড | NID Card Download. কিভাবে আমরা ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবো সেই বিষয়ে আজ বিস্তারিত জানবো। আশা করি এই কন্টেন্ট থেকে আপনাদের অনেক উপকার হবে। 
ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড  NID Card Download

বর্তমানে অনেকে আছেন ভোট লেখিয়েছেন কিন্তু এখন Smart NID Card হাতে পাননি। তাই ঘরে বসে কি করে ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড | NID Card Download করবেন সেই বিষয়ে ধাপে ধাপে বিস্তারি আলোচনা করব। এই কন্টেন্টটি সম্পূর্ণ পড়লে আপনি ঘরে বসে NID Card Donwood করতে পারবেন।

ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

প্রথম ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে আপনাকে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এর পর একটু নিচের দিকে দেখবেন জাতীয় পরিচয় পত্র নম্বর অথবা ফরম নম্বর লাগবে সেখান থেকেই আপনার কাজ শুরু।

ধাপ-০১ ভোটার আইডি কার্ড ডাউনলোড

আপনি প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/claim-account এই ওয়েব সাইটে যাবেন তার সেখানে নিচের দিকে দেখবেন একটা অ্যাকাউন্ট রেজিষ্টার নামে জায়গা আছে-

ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড  NID Card Download

এখানে আপনার কিছু প্রথম কাজ রয়েছে তা ভালোভাবে পূরণ করতে হবে। প্রথম দেখতে পাবেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফরম নম্বর সেখানে আপনাকে ভোটার লেখার সময় যে ফরম নম্বর দেওয়া হয়েছিলো সেই ফরমের নম্বর টি দিয়ে ফিলাপ করতে হবে। তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে ফরম নম্বর দেওয়ার আগে আপনাকে NIDFN টাইপ করে পরে স্পেস ছাড়া ফরম নম্বর দিতে হবে। যেমন ধরুন আপনার ফরম নম্বর 11223344 এমন কিছু আছে সেখানে আপনাকে NIDFN11223344 এভাবে লেখা লাগবে। তাপর পর দেখবেন জন্ম তারিখ জন্ম তারিখের স্থানে অবশ্যই আপনাকে দিন, মাস এবং বছর এভাবে আপনাকে পূরণ করা লাগবে। অতপর শেষ যে বিষয় সেটা হচ্ছে ক্যাপচা, ক্যাপচা সম্পর্কে যাদের ধারণা আছে তারাতো বুঝতেই পারছেন আর যাদেন নেই তারাকে বলছি ভিতরে যে লেখা গুলো আছে ইংরেজি লেটার এবং সংখ্যা দিয়ে সেই গুলো সঠিক ভাবে ছবিতে প্রর্শিত তথ্যগুলো প্রবশে করুন লেখা আছে সেখানে লেখে দিন। তার পর শেষ যেটা সাবমিট এ ক্লিক করে দেন।

ধাপ-০২ এনআইডি কার্ড এর রেজিষ্টার করার নিয়ম: ঠিকানা যাচাই করণ

প্রথম ধাপ সামবিট করার পরে দ্বিতীয় ধাপে আপনাকে কিছু তথ্য দেওয়া হবে যেমন টা চিত্রের মাধ্যমে দেখানো হলো-
ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড  NID Card Download

অ্যাকাউন্ট রেজিষ্টার এর সম্পূর্ণ ঠিকানা আপনাকে সঠিক ভাবে দিতে হবে। যদি আপনি কোনো ভুল তথ্য প্রবেশ করেন তবে আপনি আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যেভাবে ভোটার আইডি কার্ড লেখার সময় যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানা আপনাকে এখানে দিতে হবে। সব কিছু ঠিক মতো দেওয়া হলে পরবর্তী তে ক্লিক করে দিতে হবে।

ধাপ-৩ এনআইডি কার্ড রিজিস্টার: মোবাইল দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড

পরবর্তী ধাপে আপনাকে যেটা করা লাগবে সেটা হলো মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন। চিত্রের মাধ্যমে দেখানো হলো-
ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড  NID Card Download

আপনার কাছে এমন একটা তথ্য আসবে। এখানে একটা মোবাইল নম্বর দেখাবে যদি সেই মোবাইল নম্বর সঠিক থাকে তবে আপনি বার্তা পাঠান ক্লিক করবেন। আর যদি মোবাইল নম্বর আপনার কাছে না থাকে তবে মোবাইল পরিবর্তন করে আপনার কাছে যে মোবাইল নম্বর আছে সেটা দিবেন। তারপর বার্তা পাঠানে ক্লিক করবেন একটু অপেক্ষা করে দেখবেন যে আপনার নম্বরে একটা ৬ ডিজিট এর পিন নম্বর গিয়েছে সেটা এখানে দিয়ে বহাল নামক স্থানে ক্লিক করে দিবেন। 

ধাপ-৪ মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড: NID Wallet Download

ধাপ ৩ এর পরে বহাল করার পরে আপনাকে যা দেখাবে-

ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড  NID Card Download

এখানে আপনাকে NID Wallet নামের একটা অ্যাপ ডাউনলোড করা লাগবে। এটার মাধ্যমে আপনার মুখের ফ্রেস এবং চোখের আইরিস নেওয়া হবে। এই অ্যাপ টি আপনি প্লে স্টোরে গিয়ে NID Wallet লেখলে পেয়ে যাবেন। তারপর আপনাকে সেই অ্যাপটি ওপেন করতে হবে। তারপর যে কম্পিউটার বা মোবাইল দিয়ে আপনি ফরমটি পূরণ করছেন সেখানের QR কোডটি স্ক্যান করুন। এখানে একটা কথা না বললে নয়। আপনি অবশ্যই এক ফোন দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না। কারণ আপনাকে একটা ফোন দিয়ে উপরোক্ত সকল ফরম পূরণ করতে হবে এবং অন্য একটা ফোনে আপনাকে NID Wallet অ্যাপ ডাউনলোড করতে হবে। অন্য ফোনের ডাউনলোড করা অ্যাপ থেকে আপনি আপার ফরম পূরণকৃত ফোন বা কম্পিউটারের QR কোড টি স্ক্যান করলেই আপনি দেখবেন আপনার ফ্রেশ চাইবে। তারপর সকল ফ্রেশ দেওয়া হয়ে গেলে দেখবেন। আপনার ফরম পূরণ করা মোবাইল বা কম্পিউটারের অন্য একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে দেখবেন এড়িয়ে যান এবং সেট পাসওয়ার্ড নাম একটা তথ্য দেখতে পারবেন। যদি আপনি পাসওয়ার্ড সেট করতে চান তো করবেন নয়তো এড়িয়ে যাবেন।

শেষ ধাপ- কিভাবে ভোটার আইডি কার্ড  ডাউনলোড করব | NID Download 2024

আপনি যদি উপরের তথ্যগুলো সঠিক করে পূরণ করেন তবে আপনি শেষ ধাপে চলে আসবেন। এখানে যা দেখতে পাবেন তা হলো-
ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড  NID Card Download

আপনার ছবিসহকারে আপনার তথ্য দেখতে পাবেন। এটা হচ্ছে সর্বশেষ ধাপ। এখান থেকে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ভোটার আইডি কার্ড ডাউনলোডের জন্য আপনি ভোটার আইডি কার্ড ডাউনলোড স্থানে ক্লিক করবেন। তাপর পর দেখবেন একটি পিডিএফ ফাইল ডাউনলোড হয়ে যাবে। পরে সেটি ওপেন করে দেখবেন আপনার ভোটার আইডি কার্ড।



ভোটার আইডি কার্ড ডাউনলোড সমস্যা । ভোটার আইডি কার্ডের পেমেন্ট সিস্টেম

আপনাকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য পেমেন্ট করা হতে পারে। তবে যদি আপনি প্রথম পর্যায়ে থাকেন তবে পেমেন্ট করতে হবে না। প্রথম পর্যায় বলতে ধরনের আপনি একজন নতুন ভোটার ভোট লেখাছেন কিন্তু এখনও ভোটার আইডি কার্ড হাতে পাননি। কিন্তু আপনার প্রয়োজনের ক্ষেত্রে ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে চান। সেক্ষেত্রে প্রথম বার আপনাকে কোনো প্রেমেন্ট করতে হবেনা আপনি বিনা পেমেন্টে ভোটার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কিন্তু যদি আপনার ভোটার আইডি কার্ড হারিয়ে যায় বা সংশোধন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে পেমেন্ট করে ডাউনলোড করতে হবে। আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন না।

লার্নিফাইবিডির শেষ কথা

সুপ্রিয় পাঠকগণ আজকের আলোচনার বিষয় ছিল কিভাবে আপনি অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। উপরোক্ত আলোচনার ভিত্তিতে আপনাকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনি সঠিক ভাবে কাজ করলে NID Card Download করতে পারবেন। এমন সকল বিষয়ে ধারণা পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।

Next Post Previous Post